
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনা হ্রাসকরণের লক্ষ্যে ইজিবাইক, অটো চালকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ আয়োজিত, উপজেলা আইন- শৃঙ্খলা বিষয়ক কমিটির বাস্তবায়নে বৃহস্পতিবার (৩১অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই সুমন চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় ৬ দিনব্যাপী ১৭৪ জন চালক উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করবে বলে আয়োজক কমিটি জানান।