ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার থেকে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ২ জনকে আটক করেছে র্যাব-৬। বুধবার ভোররাতে তাদের আটক করা হয়। আটকরা হলো-কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পদ্মনগর গ্রামের আকছেদ প্রামানিকের ছেলে নুরুজ্জামান প্রামানিক (৩৫) ও কুমারখালী উপজেলার ধলনগর গ্রামের জুলমত মালিথার ছেলে আলম মালিথা (৫৫)।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শেখপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩০ পিস ইয়াবা, গাঁজা ১০ গ্রাম এবং ০১ পুরিয়া হেরোইনসহ ওই দ্ইুজনকে আটক করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে।