ঝিনাইদহ প্রতিনিধি>>
আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, ৫৮ বিজিবির সিও লে.কর্ণেল তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল হাদী, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামানসহ ৪ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা উপস্থিত ছিলেন। এসময় নির্বাচনের আচরণ বিধি অনুসরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রার্থী ও প্রার্থীদের সমর্থকদের সহযোগিতা কামনা করা হয়। সেই সাথে সুষ্ঠু নির্বাচন করতে সকল প্রকার সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন বক্তারা।