জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় মার্চ/২০১৯ মাসে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ ঝিনাইদহ জেলার বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের মধ্যে নগদ অর্থ ও ক্রেস্টসহ বিভিন্ন প্রকার পুরস্কার তুলে দেয়া হয়েছে। এ সময় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে সার্জেন্ট মোস্তাাফিজুর রহমানকে নগদ অর্থ ও ক্রেস্ট তার হাতে তুলে দেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। তিনি এর পুর্বে উত্তম কাজের পুরুস্কার পেয়েছেন একাধিকবার। পুরস্কার পাওয়ার পর এ বিষয়ে সার্জেন্ট মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, এ পুরস্কার আমার কাজের গতিকে আরো ত্বরান্বিত করবে, তাছাড়া আমি সারা জীবন সত্য ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।