জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সুদমুক্ত ঋণ ও আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. খোদা বক্স, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৬ উপজেলার ৫৪ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ৩ লাখ ৫৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পরে জেলা মাজার খানকা প্রতিনিধি সমাবেশ ও ইমাম ও মুয়াজ্জিনদের ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়।