
অনলাইন ডেস্ক : আজ সোমবার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আমার বাড়ি, আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সাথে উঠান বৈঠক করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় তিনি নয়াহালট সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং সমিতির সার্বিক খোঁজখবর নেন। উঠান বৈঠকে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, আমার বাড়ি, আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ আলী নূরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।