
জিয়াউল হক জিয়া চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক গাড়ী ছিনতাইকালে বন্দুক ও গুলিসহ মো. ইউনুছ (২০) ও মো.রায়হান (২৮) নামের দুই ছিনতাইকারীকে আটক করে চকরিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১টার সময় পৌর-শহরের থানা রাস্তার মাথা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, কক্সবাজার সদর উপজেলার সিটি কলেজগেট এলাকার মো. ইউছুপের পুত্র মো.ইউনুছ (২০) ও মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নূর মোহাম্মদের পুত্র মো. রায়হান (২৮)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মো. যুবায়ের বলেন,আটক ছিনতাইকারীরা মগবাজার থেকে ইজিবাইক ভাড়া নিয়ে থানা রাস্তার মাথা পৌঁছলে চালক মো.হোসনেকে জিম্মি করে গাড়ীটি নিয়ে যেতে চাইছিল।এসময় ইজিবাইক চালকের চিৎকারে স্হানীয় লোকজন জড়ো হয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে।পরে তাদের শরীর তল্লাশি করলে বন্দুক ও গুলি পায়।দুই ছিনতাইকারীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।তন্মধ্যে ইজিবাইক চালক বাদী হয়ে দ্রুত বিচার আইনে ছিনতাই মামলা ও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়। আটকদেরকে আদালতে সোর্পদ হয়েছে।