চকরিয়(কক্সবাজার)প্রতিনিধিঃ জমিতে পেকেছে আমন চাষের ধান।তাই পাকা ধান ঘরে তুলতে ছেলেকে ভোর সকালে ঘুম থেকে জাগিয়ে তুললেন বাবা রুহুল কাদের।সেই রাগে ঘুম উঠে পিতাকে ‘পিটিয়ে’ ‘হত্যা’ করল ছেলে শহীদ। শনিবার (১৩নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলার চরপাড়ায় এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত, রুহুল কাদের (৫৫) ওই এলাকার সাবেক এমইউপি মরহুম হাজী জামালের ছেলে।
‘হত্যার’ বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওসমান গণি বলেন, উপজেলার পূর্ব বড় ভেওলার চরপাড়া বাসিন্দা রুহুল কাদের ফজরের নামাজ পড়ে তার ছেলে শহীদুল ইসলামকে ঘুম থেকে ডেকে দিলেন।পিতার উদ্দেশ্য ছেলেকে ডেকে জমিতে পাকা ধান কেটে ঘরে তুলবেন।এমতাবস্থায় ছেলে শহীদ ঘুম থেকে উঠে অহেতুক পিতার সাথে তর্কাতর্কি শুরু করে। একপর্যায়ে ছেলে শহীদ তার বৃদ্ধ পিতা রুহুল কাদেরকে (৫৫) ‘লাঠি’ দিয়ে ‘আঘাত’ করলে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়।পরে খবর পেয়ে প্রতিবেশীরা এসে রুহুল কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বে ছেলে পালিয়ে যায়। তাকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। লাশ ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।