ক্রাইম পেট্রোল ডেস্ক : গাইবান্ধায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার গোবিন্দগঞ্জ থানাধীন পৌরসভাস্হ মাছ বাজারের দক্ষিণে পুরাতন কাপড়ের হকার্স পট্টির গলির ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা ৭ টার দিকে গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোবিন্দগন্জ থানাধীন পৌরসভাস্থ মাছ বাজারের দক্ষিণে পুরাতন কাপড়ের হকার্স পট্টির গলির ভিতরে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ১। মোঃ আনোয়ারুল ইসলাম@ আনারুল ইসলাম(৩৯), পিতা- মৃত আছাব আলী, সাং- চক গোবিন্দ চাষক পাড়া, থানা- গোবিন্দগন্জ, জেলা- গাইবান্ধাকে ১১৫ পিস ইয়াবাসহ আটক করে।উদ্ধারকৃত ইয়াবার মুল্য আনুমানিক ৩৪হাজার ৫শ’ টাকা।
পরবর্তীতে আসামী আনোয়ারুল ইসলাম এর বিরুদ্ধে গেবিন্দগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু হয়েছে।