ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের নালিশ উঠেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
কোটচাঁদপুর দোড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আলম হোসেন জানান, বুধবার বিকালে ইউনিয়নের শীবনগর গ্রামের এক মুসলিম পরিবারের বুদ্ধি প্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরী বাড়ীর অদূরে নিমাই পরামানিকের পুকুর পাড়ে যায়। এ সময় নিমাই পরামানিক (৬৫) ওই প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে পুকুর পাড়ের এক নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ছেড়ে দেয়। পরে ধর্ষিতা কিশোরী কাঁদতে কাঁদতে বাড়ীতে ফিরে এসে সকলকে জানায়। বিষয়টি মূহুর্তের মধ্যে সারা গ্রাম ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামের কিছু যুবকেরা ক্ষিপ্ত হয়ে নিমাই পরামানিককে ধরে গণ ধোলাই দেয়। এতে নিমাই পরামানিক কিছুটা ফোলা জখম হয়। বিষয়টি ভিন্ন খাতে নিতে স্বজনদের সহায়তায় বুধবার রাতেই নিমাই পরামানিক কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি হন। এদিকে ওই রাতেই ধর্ষিতার মামা বাদী হয়ে নিমাই পরামানিককে আসামি করে ধর্ষণের নালিশ এনে কোটচাঁদপুর থানায় লিখিত নালিশ দাখিল করলে পুলিশ তড়িৎগতিতে হাসপাতাল থেকে অভিযুক্ত নিমাই পরামানিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কর্মী কামাল হোসেন বলেন-নালিশ পাওয়ার সাথে সাথে আমরা প্রতিবন্ধী কিশোরীর বক্তব্য শুনে বুধবার রাতেই নিমাই পরামানিককে হাসপাতাল থেকে গ্রেফতার করেছি। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং-৬ তারিখ ২০/০৬/১৯। আসামীকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পাশা পাশি প্রতিবন্ধী কিশোরীকে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।