
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলকারী দশ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ এবং ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।
শুক্রবার (২ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন তিনি।
যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মোহাম্মদ আশরাফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোঃ আবদুল মতিন, স্বতন্ত্র, মোঃ আমির হোসেন, জাতীয় পার্টি, মোঃ নাজিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং মোঃ সেলিম ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
অপরদিকে, যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন- মোঃ আব্দুস সালাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, মোঃ শাহাবুদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টি, মোঃ রমিজ উদ্দিন, স্বতন্ত্র এবং মোঃ মনোয়ার হোসেন, স্বতন্ত্র।
হোমনা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দলীয় প্রার্থী দুইজনের মনোনয়নপত্র হলফনামায় ভুল। স্বতন্ত্র দুইজনের ১% ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর তদন্তে সঠিক না পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
















