কামরুল হক চৌধুরী >> দাউদকান্দির গৌরীপুরস্থ রিয়াজ টাওয়ারের ৫ম তলার নিজস্ব অফিসে আজ ২৫ মার্চ সোমবার সূচনা কমিউনিটি ডট টিভি’র প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। নানা আয়োজনের মধ্যদিয়ে বর্ষপূর্তির এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ উপলক্ষে কেক কেটে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম এবং সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাম্মাৎ পারুল আক্তার, সূচনা কমিউনিটি ডট টিভি’র ব্যবস্থাপনা পরিচালক বাদল রিয়াজ, পরিচালক শাহজালাল রিয়াজ, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জিংলাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মোল্লা এবং শিশুশিল্পী পাতাতা। তাছাড়াও সূচনা টিভি’র ভিডিও এডিটর, রিপোর্টার, ক্যামেরা পার্সন এবং অফিস স্টাফগণ উপস্থিত ছিলেন। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুল ইসলাম, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সাল ফুলের তোড়াসহ সূচনা টিভিকে শুভেচ্ছা জানাতে আসেন।।