অনলাইন ডেস্ক >> কুমিল্লার চৌদ্দগ্রামের হাবিবুর রহমান মাস্টার হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ইকবাল মজুমদার, মোস্তাফিজুর রহমান, শাহ আলম, হাসিনা বেগম এবং নাজনিন আক্তার। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ২ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৩ আসামি পালাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৭ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকার স্কুলশিক্ষক হাবিবুর রহমান মাস্টারকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান সুমন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় আদালত ২০ জনের সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। বাকি ৩ আসামি মৃত্যুবরন করেছেন।
রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাড. রেজ্জাকুল ইসলাম হায়দার বলেন, এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।