রফিকুল ইসলাম : মঙ্গলবার ভোররাত সাড়ে তিন টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউপি’র আদাবাড়িয়া এলাকার চেচুয়া বিলের পাশে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনায় এমদাদ খুনকার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে ১শ পিস ইয়াবা, ১টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে।
নিহত এমদাদ কুষ্টিয়ার ইবি থানার রঞ্জিতপুর গ্রামের কটা খুনকার ওরফে রাফি’র ছেলে। পুলিশের ধারনা মাদক ব্যবসা নিয়ে জটিলতায় প্রতিপক্ষের সাথে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটতে পারে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে।
কুমারখালী থানার ওসি এ.কে.এম মিজানুর রহমান জানান, আজ ভোররাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে পুলিশের কাছে খবর আসে কুমারখালী উপজেলার আদাবাড়িয়া এলাকায় চেচুয়া বিলের পাশে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে কুমারখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পুলিশ এমদাদ নামের একজন মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরবর্তীকালে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১শ পিস ইয়াবা, ১টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে। নিহত এমদাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।