আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে গলায় ওড়না পেঁচিয়ে মানসিক প্রতিবন্ধী আইভি (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
সোমবার (৩ আগস্ট) উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা মোন্না পাড়া এলাকায় আইভি বেগম নামের এক প্রতিবন্ধী নিজ শয়ন ঘরে ঘুমানোর কথা বলে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত আইভি ওই এলাকার মো: জাফরের স্ত্রী এবং এক সন্তানের জননী। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন।
জানা যায়, তিনি ঘুমানোর কথা বলে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় তার সাড়া শব্দ না পেয়ে তার পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় আটোয়ারী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন আইভি’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।