crimepatrol24
২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৪৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অসহায় ও দুস্থদের মাঝে ৩.৩৫ লাখ মেট্রিক টন চাল বিতরণ করেছে অন্তর্বর্তী সরকার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৮, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৩ লাখ ৩৫ হাজার ৪৪৩ মেট্রিক টন চাল বিতরণ করেছে অন্তর্বর্তী সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায়, দুস্থ ও অতি দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২,০৩,৭৯৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, যার লক্ষ্য ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দুর্যোগের ঝুঁকি হ্রাস করা।

গত দুই ঈদে ১ কোটি ৭৬ লাখ পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হয়। এতে প্রতি পরিবার ১০ কেজি করে চাল পায়। সরকারি এক নথি থেকে এ তথ্য জানা গেছে।

ত্রাণ কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৪৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এতে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার এককালীন ১০ থেকে ৩০ কেজি করে চাল পেয়েছে।

এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ২৯ কোটি ১৮ লাখ টাকার বেশি নগদ অর্থ বিতরণ করেছে মন্ত্রণালয়। এতে দুর্ঘটনায় নিহত বা আহত পরিবারের মাঝে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা এবং আহতদের ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা করে নগদ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) বাস্তবায়নে সরকার ১ হাজার ৫০৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। দেশের ৫১ জেলার ৩৪০টি উপজেলায় এই কর্মসূচি চলমান রয়েছে।

শীতকালে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য মন্ত্রণালয় ৪১ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ১৯ কোটি টাকা খরচ হয়েছে কেবল কম্বল বিতরণে।

আবাসন সহায়তায় মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতি দরিদ্রদের জন্য বাড়ি নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ৭৬ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া বাড়ি নির্মাণে অনুদান বাবদ আরও ২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের খাবার কেনার জন্য বরাদ্দ দেওয়া হয় ২০ কোটি টাকা, যার মধ্যে ৩ কোটি টাকা ইতোমধ্যে খরচ হয়েছে। একইভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে পশুখাদ্য কেনার জন্য অতিরিক্ত ২০ কোটি টাকা বরাদ্দ দেয় মন্ত্রণালয়, এর মধ্য থেকেও ৩ কোটি টাকা ইতোমধ্যে খরচ হয়েছে।

দুর্যোগের পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এ পর্যন্ত এর মধ্যে ৪৪ কোটি ৮০ লাখ টাকা খরচ হয়েছে।

এদিকে বন্যাকবলিত মানুষের মাঝে নগদ ৪ কোটি ৮০ লাখ টাকা বিতরণ করেছে সরকার।

অন্যদিকে ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির আওতায় গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রয়েছে গ্রামে নতুন রাস্তা নির্মাণ ও মেরামত, ড্রেন ও কালভার্ট নির্মাণ, স্কুল-কলেজ-মাদ্রাসার মাঠে মাটি ভরাট এবং এসব শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানার চারপাশে দেয়াল তুলে দেওয়া।

গ্রামাঞ্চলের অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নানা ধরনের উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এটার মূল লক্ষ্য ছিল গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়ন।

এই কর্মসূচির অধীনে বাঁধ ও রাস্তাঘাট মেরামত করা হয়েছে। একই সঙ্গে পানি নিষ্কাশনের জন্য নালা ও খালগুলো পুনরায় সংস্কার করা হয়েছে। মসজিদ, মন্দির, স্কুল ও অন্যান্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সংস্কার কাজও এতে অন্তর্ভুক্ত ছিল।

এছাড়াও জনস্বাস্থ্য নিশ্চিত করতে স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। গ্রামজুড়ে বাঁশ বা কাঠের ছোট ছোট সেতু তৈরি করা হয়েছে, যা মানুষের চলাচলের সুবিধা বাড়িয়েছে।

শিক্ষাক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া আনতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হয়েছে। গ্রামীণ জনপদে সৌর বিদ্যুৎ পৌঁছে দিতে সোলার স্ট্রিট লাইট এবং সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বজ্র নিরোধক দণ্ড ও আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রেফতার

আরপিএমপি’র সাফল্য ও গৌরবময় সেবার ২য় বর্ষপূর্তি উদযাপন

নীলফামারীতে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

দেবীগঞ্জে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ করলেন ইউপি সদস্য

দেবীগঞ্জে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ করলেন ইউপি সদস্য

মা’দকদ্রব্যের অ’পব্যবহার রোধকল্পে নাসিরনগরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা

মা’দকদ্রব্যের অ’পব্যবহার রোধকল্পে নাসিরনগরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণ কর্মশালা

জামালপুরে আরও ১২জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৮৪৯ জন

কোটচাঁদপুরে অবৈধভাবে পুকুর খনন, সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি

স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ ও দুর্নীতি প্রতিরোধ চায় বাংলাদেশ কংগ্রেস

রংপুরের মহিপুরে ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার,শিক্ষকসহ আটক- ৩

রংপুরের মহিপুরে ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার,শিক্ষকসহ আটক- ৩

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের গৌরব ও ঐতিহ্যের ১০ বছর পূর্তি উদযাপন