মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা দিয়েছেন হোমনার ইউএনও আজগর আলী। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে উপজেলা মানবিক সহায়তা তহবিল থেকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করেন।এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) নাহিদ আহাম্মেদ জাকির, ইউপি চেয়ারম্যান শাহ জাহান মোল্লা, মুক্তিযোদ্ধা হানিফ মেম্বার,ইউপি সদস্য ছিদ্দিকুর রহমানসহ এলাকার গন্য মান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২৭ মার্চ বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলার ঘারমোড়া ইউনিয়নের দক্ষিণ মনিপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে মেঃ রফিকুল ইসলাম ওরফে রেনু মিয়ার বাড়ির দুইটি বসত ঘর, নগদ ১ লাখ টাকা ও ৫ ভড়ি স্বর্ণ, ১ টি ফ্রিজ, ৩টি খাট,২টি শোকেসসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম ওরফে রেনু মিয়া ইউএনও’র মানবিক সহায়তা পেয়ে বলেন, আজ আমি অত্যন্ত আনন্দিত। কারণ ইউএনও স্যার আমার বাড়িতে এসেছেন এবং আমাকে মানবিক সাহায্য দিয়েছেন।এটাই আমার বড় পাওয়া। আমি ইউএনও স্যারের নিকট কৃতজ্ঞ।
ইউএনও আজগর আলী বলেন, অগ্নিকাণ্ডেরে ঘটনা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানার পর মানবিক কারণে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক ভাবে উপজেলা মানবিক সহায়তা তহবিল থেকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে যাতে আরো সাহায্য পায় আমার তরফ থেকে সেই চেষ্টা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর হোমনায় যোগদানের পর ভিক্ষুক মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করে মানবিক সহায়তা প্রদান করাসহ একাধিক অসহায় মানুষকে তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন।