মো. সাইফুল্লাহ খাঁন, ব্যুরো চীফ, রংপুর :
ভারতীয় অর্থায়নে বাংলাদেশের ১২ জেলায় আইটি/হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের অংশ হিসেবে এবার রংপুরে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রমতে ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড -১) বিকর্ণ কুমার ঘোষ স্বাক্ষরিত আমন্ত্রনপত্র মারফত জানা গেছে, প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে। আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয় – এর সার্বিক নির্দেশনায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৬ মে, বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের খলিশাকুড়ি এলাকায় ‘আইটি/হাই-টেক পার্ক, রংপুর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন । সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)
এদিকে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানকে ঘিরে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। অনুষ্ঠানসূচিতে উল্লেখ রয়েছে-
সকাল ১০টায় রংপুরের খলিশাকুড়িতে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন- স্পিকার ড . শিরীন শারমিন চৌধুরী ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ১০:০৫ মিনিটে মোনাজাত। মোনাজাত শেষে ১০.৪০ মিনিটে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ।
১০.৫৫ মিনিটে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন। ১১টায় বঙ্গবন্ধুর আদর্শবিষয়ক তথ্যচিত্র প্রদর্শন। ১১.০৫ – মিনিটে স্বাগত বক্তব্য রাখবেন- বিকর্ণ কুমার ঘোষ , ব্যবস্থাপনা পরিচালক ( গ্রেড -১ ) , বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। ১১.১০ মিনিটে প্রকল্পের উদ্যোগে ‘আইটি/হাই – টেক পার্ক , রংপুর ’ – এর তথ্যচিত্র প্রদর্শন। ১১.১৩ – ১১.১৯ বক্তব্য রাখবেন- হুমায়ুন কবীর , প্রকল্প পরিচালক (উপসচিব), লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প;
আসিব আহসান,জেলা প্রশাসক,রংপুর; মোহা : আবদুল আলীম মাহমুদ,বিপিএম,পুলিশ কমিশনার। ১১.২০ মিনিটে রংপুর লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সারদের ল্যাপটপ বিতরণ। ১১.২৫ মিনিটে সভাপতির বক্তব্য রাখবেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। ১১.৫০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের তথ্যচিত্র প্রদর্শন। ১১.৫৫ মিনিটে প্রধান অতিথি বক্তব্য রাখবেন- ড . শিরীন শারমিন চৌধুরী,এমপি, মাননীয় স্পিকার ,বাংলাদেশ জাতীয় সংসদ(ভার্চুয়াল প্লাটফর্ম) ধন্যবাদ জ্ঞাপনে এ.কে. এ.এম ফজলুল হক , প্রকল্প পরিচালক,জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন ( ১২ টি জেলায় ) প্রকল্প।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ এপ্রিল সারাদেশের জেলা পর্যায়ে ১২টি হাইটেক পার্ক প্রকল্পের জন্য ১ হাজার ৮০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে রংপুর হাইটেক পার্কের জন্য সম্ভাব্য ব্যয় ১৫৪ দশমিক ৫৪ কোটি টাকা ধরা হয়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং তথ্য ও প্রযুক্তি বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।