মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ“বিনিয়োগ করি যক্ষ্মা নিমূর্লে, জীবন বাঁচাই সবাই মিলে” এ প্রতিপাদ্যে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের হল রুমে আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো. শহীদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সিনিয়র স্টাফ নার্স ফাতেমা আক্তার মায়া, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলম, টিএলসিএ মো. জমশের আলী, স্যাক মোবায়েজিদ উল্লাহ্, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)আবদুল্লাহ আল কাফি ও দেলোয়ার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও) দিপা তালুকদার, ফার্মাসিস্ট আবদুল আল মামুন, এসকে-এফ কোম্পানির প্রতিনিধি মো. হোসাইন প্রমুখ।