আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ মাজেদুল ইসলাম জীবন (৭২) এর দাফন সম্পন্ন হয়েছে । তিনি সোমবার রাত সাড়ে ১০ টার দিকে কুমিল্লা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । গতকাল মঙ্গলবার ১১ টায় উপজেলা পরিষদ মাঠে প্রথম জানাযা এবং বাদ জোহর কৃষ্ণপুর নিজ গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও রাজনৈতিক শুভকাঙ্ক্ষী রেখে গেছেন ।তিনি ‘অনন্তপুর হাজী মাজেদুল ইসলাম দাখিল মাদ্রসার’ প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন ।
মরহুমের জানাযায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে আলম মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো.জহিরুল হক (জহর),সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ ও ছাত্র বিষয়ক সম্পাদক অহিদুজ্জামান মোল্লা প্রমুখ । এ সময় কয়েক শতাধিক মুসল্লি মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন ।