
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একজন কৃষককে কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে । আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের কৃষক আল আমিনকে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মেশিন প্রদান করা হয় ।
জানা গেছে, পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০ অর্থবছরের জন্য উন্নয়ন সহায়তা প্রদানের লক্ষ্যে ২৯ লক্ষ টাকার মেশিন ৫০% ভর্তূকী মূল্যে (১৪ লক্ষ টাকা সহায়তা) একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হয়।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.সৈয়দ মো. নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মুক্তা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.মোতাহার হোসেন, মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, খাদ্য পরিদর্শক আ. রহিম মিজি, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.হুমায়ুন কবির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।