
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনার উপসর্গ নিয়ে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর । আজ সোমবার সকালে সিরাজুল ইসলামকে অসুস্থ অবস্থায় বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান। মৃত ওই ব্যক্তি উপজেলার দুলালপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সিরাজুল ইসলাম গত পাচঁ দিন ধরে জ্বর, কাশিতে ভুগছিলেন এবং গতকাল রবিবার থেকে তার শ্বাসকষ্ট দেখা দেয় । সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে সাতটার দিকে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর পরই তিনি মারা যান।
হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, তার করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। কিন্ত মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করতে স্বজনরা রাজি হয়নি। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।