
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
আজ সোমবার কুমিল্লার হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করেন তথ্য প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম। এ সময় যুক্ত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ , উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য ও প. প.কর্মকর্তা ডা. ছালাম সিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, ট্যাগ অফিসারবৃন্দ, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সাংবাদিকবৃন্দ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক আবুল ফজল মীর। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা হোমনা উপজেলার করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন।
সভায় সংসদ সদস্য সেলিমা আহমাদ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। উপস্থিত সকলে হোমনা উপজেলার করোনা মোকাবেলায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।