মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনা উপজেলার খাদিজা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম মমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য শ্রী লায়ন চন্দন লাল রায়, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুন নাহার, পরীক্ষার্থী সিনথিয়া জাহান শিলা ও জাকিয়া সুলতানা আলো, দশম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা অনন্যা ও নবম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া আক্তার প্রমুখ।
পরে পরিক্ষার্থীদের সাফাল্য কামনায় মিলাদ পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. নাসির উদ্দিন এবং দোয়া পরিচালনা করেন হোমনা আদর্শ বায়তুল জান্নাহ্ জামে মসজিদের ইমাম গাজী জাহাঙ্গীর আলম। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।