সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার মাজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জমির মালিক ও এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে মৃত মোজাফ্ফর সরকারের ছেলে সাইফুল ,কাদের, তসের ও শফিকুলদের ক্রয় কৃত হাসরা মাজালিয়া মৌজার ৬১ শতক জমি নিয়ে মজিবর ও হবিবরের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে বিভিন্ন সময়ে এলাকাবাসী দেনদরবার করেও মীমাংসায় আসতে পারেনি। সম্প্রতি ওই জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নেয়ার অভিযোগে একাধিক মামলা চলমান আছে। উক্ত জমির ওপর মজিবর , হবিবর ও তাদের খালা হাজেরা খাতুন বাটোয়ারা মামলা করেন। মামলা চলমান থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে মজিবর নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন নিয়ে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ সাইফুল ,কাদের, তসের ও শফিকুলদের জমিতে ঘর উত্তোলন করেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে জমির মালিক সাইফুল ইসলাম সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানান ।
এ ব্যাপারে ঘর উত্তোলনকারী মজিবর ও হবিবর বলেন, আমরা ওয়ারিশ সূত্রে জমির দাবিদার।