তৌকির আহাম্মেদ হাসু,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ শীর্ষক (১৩-১৫) ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ।উদ্বোধনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্ম্দ মাজেদুর রহমান।
উল্লেখ্য, উপজেলার তৃণমূল পর্যায়ে কার্যকর দায়িত্বশীল এবং জবাবদিহিতামূলক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দেশের ইউনিয়ন পরিষদগুলোকে শক্তিশালীকরণের উদ্দেশে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জাতীয় স্থানীয় সরকার (এন আই এল জি)নিয়মিত ইউনয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ পরিচালনা করে আসছে বলে জানা গেছে।