সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এফএও-ইসিটিএডি বাংলাদেশ এর আর্থিক সহায়তায়“বন্যা কবলিত এলাকায় প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ নির্ভর জীবিকা রক্ষায় সহায়তা” প্রকল্পের আওতায় ৪৫০ জন নারীপ্রধান পরিবারের প্রতি জনকে ৭৫ কেজি করে পশু খাদ্য ও ১২ টি করে কৃমি নাশক বড়ি( ওষুধ) বিতরণ করা হয়েছে।আজ সোমবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পশু খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে সভা প্রধান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন নারীপ্রধানদের হাতে পশু খাদ্য ও ওষুধ তুলে দেন।বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম,এফএও এর প্রতিনিধি ন্যাশনাল কনসালটেন্ট এ্যানিমেল নিউট্রিশন রাহাত আরা করিম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান,তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল,সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্র সংসদের জি.এস এস এম রাজন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।