আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: শেরপুর জেলায় কর্মরত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থাসমুহের অংশগ্রহণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। সহযোগী সংস্থা সুনীতি সংঘের নির্বাহী পরিচালক এসএম শোয়েব হোসেন সুমনের সভাপতিত্বে বুধবার ২ ডিসেম্বর ২০২০ শেরপুর শহরের নিউ মার্কেটে দৈনিক তথ্যধারা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলায় কর্মরত সকল সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। ফাউনেডেশনের আর্থিক সহায়তায় জেলায় ১২টি এনজিও দরিদ্র ও অতিদরিদ্রদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তায়ন করছে। ২০০৪ সনে ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সহযোগী সংস্থার মাধ্যমে বাংলাদেশের সকল জেলায় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আলোচনা সভায় শেরপুর জেলায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহযোগী সংস্থার প্রতিনিধিগণ সফল কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভায় ক্যাপ’র নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ, এসো কাজ করি’র সভাপতি মো. সিরাজুল ইসলাম, মহিলা ও শিশু পূনর্বাসন সংস্থা’র প্রতিনিধি মো. তারা মিয়া, দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা’র প্রতিনিধি মো. আশাদুল ইসলাম, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক, সেতু’র নির্বাহী পরিচালক আবু রায়হান মো. আল মাছুদ, ভোরের আলো মহিলা সংস্থা’র প্রতিনিধি ফেরদৌসী আক্তার, সেবা পরিষদ’র নির্বাহী পরিচালক মো. জয়নাল আবেদীন ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম অংশগ্রহণ করেন।