
অনলাইন ডেস্ক : আজ ২৫ জুলাই ,২০২০ খ্রিঃ শনিবার দুপুর ১২ টায় পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান শরীয়তপুর জেলার জাজিরা থানার পাইনপাড়া পূর্ব নাওডোবা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় পুলিশ সুপার বলেন “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সব সময় জনগণেরর কল্যাণে কাজ করে আসছে। জনগণের সকল ধরনের বিপর্যয়ে নিরলসভাবে কাজ করছে পুলিশ। করোনা পরিস্থিতি মোকাবেলাসহ দেশের ক্রান্তিকালে সব সময় কাজ করছে পুলিশ। বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশক্রমে বাংলাদেশ পুলিশের অর্থায়নে বাংলাদেশ পুলিশ বন্যা দুর্গতদের মাঝেও সাহায্য সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ জাজিরা থানাধীন পাইনপাড়া পূর্ব নাওডোবা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করি। বন্যার পানিতে ঘর বাড়ী প্লাবিত হয়ে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, কোথাও যাতায়াত করতে পারছেনা, ঠিকমতো বাজার করতে পারছেনা। তাই আমরা ট্রলারযোগে সকলের বাড়ীতে বাড়ীতে গিয়ে এবং আনুষ্ঠানিকভাবে বন্যা দুর্গত ১৫০ টি পরিবারের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান করেছি। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বন্যা দুর্গতদের মাঝে আরোও ত্রাণ সহায়তা পর্যায়ক্রমে প্রদান করবো। আমরা জনগণের আস্থার পুলিশ হতে চাই, জনগণের আস্থা অর্জন করতে চাই। আমরা বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের পাশে আছি ও থাকবো।এ সময় উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ, জাজিরা থানা, শরীয়তপুর, আজহারুল ইসলাম, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, শরীয়তপুর, মোঃ সাইফুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।