
মো. সাইফুল্লাহ খাঁন জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ৮জানুয়ারি বুধবার বিকেলে নগরী বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, ওয়াজেদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক লতিফা শওকত, দপ্তর সম্পাদক আমিন সরকার, উপ-দপ্তর সম্পাদক এরশাদুল হক রঞ্জু, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান তুহিন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা মনি, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. আতিক উল আলম কল্লোল, মহানগর আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাকিয়া সুলতান চৈতি, মহিলালীগের নেত্রী ইকতা লুনাসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এদিকে উত্তরাঞ্চলে ক্রমাগত শৈত্যপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলের অসহায় শীতার্ত মানুষের পাশে থাকতে রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন উপজেলা ও নগরীর বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।