দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রাণি সম্পদ ও ভেটেরিনারী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি),র,অর্থায়নে এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে সারা দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে খামারী ও ভেটেরিনারি ওষুধসহ বিভিন্ন গৃহপালিত ও গবাদি পশুর ৫০ টি স্টল বরাদ্দ ছিল। আমন্ত্রিত অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন এবং খামারীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর আলোচনা সভার মূখ্য আলোচক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজিমুল ইসলামের দিক নির্দেশনামূলক স্বাগত বক্তব্য এবং উপ-সহকারী কর্ম কর্তা নজরুল ইসলামের সঞ্চাচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিং – ৩, গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক, ও খামারী আলিম উদ্দিন এবং অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সমাপনী বক্তব্যের পর সভার সমাপ্তি ঘোষণা করা হয়।