
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশকে অভিযানে পাঠান । পুলিশ অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার নেপা বাজার হতে খোসালপুরগামী পাকা রাস্তার উপর চারপুকুর নামক স্থানে তিন রাস্তার মোড় থেকে ৫৯ বোতল ফেন্সিডিলসহ মো. মিরাজমন্ডল@ সিরাজ (২৪) পিতা- জাহাঙ্গীর আলম, সাং- খোসালপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে ৫৯ (ঊনষাট) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। সিরাজ মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। অপরদিকে পুলিশ মহেশপুর উপজেলার জলিলপুর মাঠপাড়া গ্রামের জনৈক নজরুল ইসলাম এর বাড়ীর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে মোছাঃ শকের বানুকে (৪২) ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে । শকের বানু মহেশপুর উপজেলার জলিলপুর মাঠপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।