![](https://crimepatrol24.com/wp-content/uploads/2019/07/Moheshpur-Pic-Purashava.jpg)
ঝিনাইদহ প্রতিনিধি >>
১ জুলাই সোমবার সকালে সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রদান, পেনশন প্রথা চালুসহ সরকারি সুযোগ- সুবিধার দাবীতে ঝিনাইদহের মহেশপুর পৌর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মনিরুল আলম খাঁন পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের পরিচালনায় কর্মবিরতিতে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উচ্চমান সহকারী ষষ্টী চরন রায় চৌধুরী, স্বাস্থ্যকর্মী সুরাইয়া খাতুন, টিকাদান কর্মসূচী সহায়ক ফাতেমা খাতুন।
বক্তারা বলেন, তাদের এক দফা এক দাবী রার্ষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা দিতে হবে। উল্লেখ্য, মহেশপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ১৯ মাস ধরে বেতন ভাতা পাচ্ছে না।