
সাইফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার ১৩ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাহির খামার গ্রামের বাসিন্দা মোছাঃ কাজল রেখা। রেখা ২০০১ সালে বারবলদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস, এস সি পাশ করে। পারিবারিক অসচ্ছলতার কারণে পড়াশোনা থেমে যায় রেখার। ২০০৩ সালে তার বাবা -মা তাকে গ্রামেই বিয়ে দিয়ে দেয়। বিয়ের কিছু দিন পর চেয়ারে উঠে জিম পারতে গিয়ে পা ফঁসকে পড়ে যায়। সু চিকিৎসার অভাবে তার দুটি পা অস্বাভাবিক অবস্থায় থেকে যায়। এদিকে তার পা দুটি নষ্ট হয়ে যাওয়ায় তার স্বামী মো. রবিউল ইসলাম রুবেল তাকে ছেড়ে অন্য আর একটি বিয়ে করে বেশ ভালোই চলছে। কিন্তু রেখা তার প্রথম স্ত্রী হওয়া সত্বেও কোন খোঁজ খবর রাখেন না স্বার্থপর স্বামী রুবেল। স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় ২০০৮ সালে Guk থেকে হুইল চেয়ার অনুদান দেওয়া হয় তাকে। তার প্রতিভা এবং Guk সহযোগিতায় অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে রেখা। Guk থেকে বিভিন্ন দেশে পঠানো হয় তাকে। সেখানে গিয়ে তিনি সেন্ড্রাইপ ফ্রেম ওর্য়াক নামক ট্রেনিং করে অনেকটাই আত্ বিশ্বাসী হয়ে ওঠেন। বর্তমানে রেখাকে Guk এর এলাকা ভিত্তিক অনেক প্রোগ্রামে দেখা যায় ট্রেইনার হিসেবে।