মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট ব্যাংকার মাহমুদুল হাসান ব্রাক ব্যাংকের সিনিয়র ম্যানেজার (ভাইস-প্রেসিডেন্ট) হিসেবে যোগদান করেছেন। আজ সোমবার ১০ফেব্রুয়ারি ২০২০ খ্রি. বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক প্রতিষ্ঠান ও বিশ্বের প্রথিতযশা এনজিও সংস্থা ব্রাক এর সহযোগী প্রতিষ্ঠান ব্রাক ব্যাংক এর সিনিয়র ম্যানেজার (ভাইস-প্রেসিডেন্ট) হিসেবে তিনি যোগদান করেন।
ইতোপূর্বে তিনি বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক ব্যাংকিং প্রতিষ্ঠান হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন ( HSBC) ও অন্যতম বিশ্বসেরা ব্যাংক স্ট্যান্ডার্ড চাটার্ড ( SCB) এর গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি বিভিন্ন সময়ে আমেরিকা, কানাডা, লন্ডন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, ইটালি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসহ অনেক দেশের বিভিন্ন ব্যাংক পরিদর্শন করেন।
তিনি কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মরহুম বশিরুল ইসলাম মাস্টার ও মনোয়ারা বশিরের কনিষ্ঠ পুত্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মোজাম্মেল হক ও ঢাকা বিসিআইসি কলেজের অধ্যাপক মীর মোহাম্মদ মাসুদুজ্জামানের কনিষ্ঠ ভ্রাতা এবং মুরাদনগর উপজেলার পাচঁ পুকুরিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি মরহুম হাজী নুরুল ইসলাম এবং বিশিষ্ট সমাজ সেবিকা সুরাইয়া ইসলামের জামাতা।
তিনি যাতে তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।