
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় বোদা উপজেলা রিপোর্টাস ক্লাবের পৃষ্ঠপোষকতায় শতাধিক দরিদ্র ও অসহায় দতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার সকাল ১১টায় বোদা রিপোর্টাস ক্লাবের হলরুমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় খাদ্য সামগ্রীর মধ্যে চাল,ডাল,তেল,চিনি,সেমাই, গুঁড়ো দুধ,সাবান ও আলু দেওয়া হয়েছে।এদিকে দরিদ্র ও হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন,বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি,বোদা পৌরমেয়র ওয়াহেদুজ্জামান সুজা ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহমুদ আলম হাসান, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল-আমিন, গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. রবিউল আলম সাবুল, বোদা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন বিপুল,সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান বাবু ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।