crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:১৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

বিদায়ের প্রাক্কালেও হোমনা-মেঘনার মানুষের পাশে সার্কেল এএসপি মো. ফজলুল করিম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৮, ২০২১ ৯:০১ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
সারা দেশের মানুষ করোনাতঙ্কে থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে কুমিল্লার হোমনা-মেঘনার মানুষের পাশে রয়েছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম।
আজ মঙ্গলবার  করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোর লক্ষে হোমনা- মেঘনার বিভিন্ন জনসমাগম এলাকায়  জনসচেতনতা সৃষ্টি, মাস্ক বিতরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষকে ঘরে ফেরানোর লক্ষে অভিযান পরিচালনা করেন।
তিনি মানুষকে মাস্ক পরায় উৎসাহিত করেন, তাদের মাঝে মাস্ক বিতরণ করেন  এবং জরুরি প্রয়োজন ছাড়া রাস্তা ও দোকানপাটে জনসমাগম করা থেকে বিরত থাকার আহ্বান জানান।এসময় তার সঙ্গে ছিলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কায়েস আকন্দ, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মজিদ, অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
জনগণের উদ্দেশে পুলিশের এই কর্মকর্তা বলেন, দিন দিন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে আমাদের আল্লাহর ওপর ভরসা এবং সচেতনতার বিকল্প নেই। নিজে সচেতন হোন, অপরকে সচেতন করুন, বিনা প্রয়োজনে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র এএসপি মো. ফজলুল করিম তার মেধা, সততা, শ্রম ও আন্তরিকতার মাধ্যমে হোমনা-মেঘনার মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন। আপন করে নিয়েছিলেন হোমনা-মেঘনার মাটি ও মানুষকে। তিনি ছিলেন একজন মেধাবী ,বিনয়ী ও বন্ধুবৎসল কর্মকর্তা। তিনি ছিলেন সাধারণ মানুষের ভরসাস্থল। অসংখ্য নিরীহ মানুষ তার শরণাপন্ন হয়ে ন্যায়বিচার পেয়েছেন। দিনে-রাতে যেকোনো সময় তার সঙ্গে অবাধে যে কেউ কথা বলতে পেরেছে কিন্তু তিনি কখনও বিরক্ত বোধ না করে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। গত বছর মার্চ মাস থেকে সারাদেশে যখন করোনাভাইরাসের পাদুর্ভাব দেখা দেয় ঠিক তখনও এই মানুষটি নিজ জীবনের ঝুঁকি নিয়ে হোমনা-মেঘনার মানুষকে নিরাপদে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। শুধু তাই নয়, করোনাকালে নিজ বেতনের টাকা দিয়ে হোমনা -মেঘনার কর্মহীন ও অসহায় মানুষদেরকে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এভাবে তিনি হোমনা -মেঘনায় একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। হোমনা-মেঘনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

মো. ফজলুল করিম বিসিএস ৩৩ ফোরামের পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ২০১৪ ইং সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আরএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি এসি ফোর্স, এসি আরও, এসি এস্টেট, এসি সাপ্লাই, এসি পূর্ব, এসি ডিবি হিসেবে ২০১৯ ইং সালের মে মাসের ১২ তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন। ২০১৯ ইং সালের ১৮ মে হোমনা-মেঘনা সার্কেল এএসপি হিসেবে যোগদান করেন। সর্বশেষ ২০২১ ইং সালের ২ মে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ১ এপিবিএন উত্তরা, ঢাকায় পদায়ন হন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্যের ডিজি

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় যানজট নিরসনে সতর্ক সংকেত স্ট্যাণ্ড স্থাপন করলেন ইউএনও

রংপুরে সালিশ বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা, আটক-২

করিমগঞ্জে চাঞ্চল্যকর হুমায়ূন হত্যার রহস্য উন্মোচন

ডোমারে পূজামণ্ডপ পরিদর্শন করেন ডোমার উপজেলা আ’লীগের সভাপতি – সম্পাদক

ডোমারে পূজামণ্ডপ পরিদর্শন করেন ডোমার উপজেলা আ’লীগের সভাপতি – সম্পাদক

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ে তোলার এখন সময় এসেছে: প্রধানমন্ত্রী

রিসেট বাটন’ চাপ দেওয়া বলতে দেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি প্রধান উপদেষ্টা

পঞ্চগড়ে মাটি মাখা মেশিনে পড়ে শ্রমিকের মৃত্যু

ধানের শীষ পাখিরা খেয়ে ফেলেছে, আর ধানতো নাই-ই : সেলিমা আহমাদ এমপি