crimepatrol24
৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

বগুড়ায় স্কুলছাত্রকে তু’লে নিয়ে নি’র্যাতনের অভিযোগে ৮ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
বগুড়ায় স্কুলছাত্রকে তু’লে নিয়ে নি’র্যাতনের অভিযোগে ৮ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

বগুড়ার ধুনটে এসএইচ কবীর বর্ষণ নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে ধরে নিয়ে নি’র্যাতন করার পর তার ব্যাগে গাঁজা ঢুকিয়ে দেওয়ার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের আট নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ছাত্রের বাবা অ্যাডভোকেট রাজ্জাকুল কবীর বিদ্যুৎ তাদের বিরুদ্ধে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

বিচারক আবদুল মোমিন অভিযোগটি আমলে নিয়ে এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

এসএইচ কবীর বর্ষণ ধুনটের বেলকুচি এলাকার অ্যাডভোকেট রাজ্জাকুল কবীর বিদ্যুতের ছেলে। সে স্থানীয় ধুনট মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।
আসামিরা হলেন- ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার খান বিজয়, ধুনট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ, কর্মী ইবু মিয়া, সজীব হাসান, নাজমুল হাসান, রিমন হোসেন, সোহাগ মিয়া ও রতন।

বর্ষণের মা স্কুলশিক্ষিকা ফৌজিয়া হক বিথী জানান, ‘বুধবার বেলা ১২টার দিকে ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান বিজয় ফোন করে স্কুল থেকে তার ছেলে বর্ষণকে ডেকে নেয়। এরপর কয়েকজন তাকে মোটরসাইকেলে তু’লে নিয়ে মালোপাড়ার একটি ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে তারা পি’ঠমোড়া করে বেঁ’ধে বর্ষণকে মা’রপিট ও গাঁ’জা সেবনের স্বীকারোক্তি আদায়ের ভিডিও করে। তারা বর্ষণের স্কুলব্যাগে গাঁ’জা ও গাঁ’জা কাটার সরঞ্জাম ঢুকিয়ে দেয়। এছাড়া তাকে থানায় রেখে ছাত্রলীগের নেতা-কর্মীরা সটকে পড়ে।’

বর্ষণকে মা’রপিট ও ব্যাগে গাঁ’জা ঢুকিয়ে দেওয়ার কারণ প্রসঙ্গে স্কুলশিক্ষিকা মা জানান, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা অনেক দিন ধরে তার ছেলের কাছে মা’দক সেবনের টাকা দাবি করে আসছিল। টাকা না পেয়ে তারা তার ছেলেকে ডেকে নিয়ে মা’রপিট ও ব্যাগে গাঁ’জা ঢুকিয়ে দিয়ে থানায় দেয়।’

এ প্রসঙ্গে ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার খান বিজয় জানান, ‘স্কুলছাত্র বর্ষণের বিরুদ্ধে গাঁ’জা সেবন, মেয়েদের উ’ত্ত্যক্ত করা ছাড়াও ছাত্রলীগ নেতাকে হ’ত্যার হু’মকির অভিযোগ রয়েছে। এ কারণে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাকে শা’সন করেছেন। তার ব্যাগে গাঁ’জা পাওয়ায় থানায় সোপর্দ করা হয়।’

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে স্কুলছাত্র বর্ষণের পূ’র্ববিরোধ ছিল। এর জের ধরে তাকে থানায় সোপর্দ করা হয়। স্কুলব্যাগে কোনো মা’দক না পাওয়ায় ছাত্র বর্ষণকে তার মা বিথী ও স্কুলের শিক্ষিকা নূপুরের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

ওসি আরও জানান, ‘এ ব্যাপারে ছাত্রের বাবা অ্যাডভোকেট বিদ্যুৎ আদালতে মামলা করেছেন। এজাহারের কপি পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত