
মোহাম্মদ মতিউর রহমান।।
ইতিহাসে প্রথমবারের মতো ফেনীর ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ এবং সদস্য সচিব কাজী আব্দুল আলিম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন জীবন, জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ভূঁইয়া নিশাত, ফেনী কলেজ ছাত্রদল নেত্রী চুমকি আক্তার, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মুখরুল উদ্দিন জিহাদ, মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রিফাত ও রেজাউল করিম রকি।
এছাড়াও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি ফেরদৌস আরা সুমি, সহ-সভাপতি তনয়া, সাংগঠনিক সম্পাদক মাহমুদা সুলতানাসহ বিভিন্ন ইউনিটের অর্ধশত নেতাকর্মী।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী সেরা মেহেদী অঙ্কনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

















