কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় গ্যাস সিলিন্ডার চুলার আগুনে পুড়ে ছয়টি দোকান ও একটি বাসা ভস্মীভূত হয়ে গেছে।
শনিবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার সদর ইউপির দক্ষিন বটতলীয়াপাড়া গ্রামের গোলাম সোবহান মেম্বার দোকান এ দুর্ঘটনা ঘটে।
সমাজপতি, আবুবক্কর ছিদ্দীক, নুরুল ইসলাম, আবু তাহের জানান,যেকোন একটি চায়ের দোকানে থাকা গ্যাস সিলিন্ডারযুক্ত চুলার আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মানিকের চায়ের দোকান, আজগর আলীর চায়ের দোকান, নুরুল আবছারের চায়ের দোকান,মুজিবুর রহমানের টেইলার্সের দোকান, নেজাম উদ্দিনের সদ্য নির্মিত দোকানঘর ও পাশের মৃত.মোজাহের আহমদের ছেলে রেজাউল করিমের বাসা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ছুটে আসি।এসময় স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ব্যর্থ হয়।পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এ আগুনে তাদের ব্যাপক ক্ষতি হয়।
পেকুয়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুবুল করিম বলেন,ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত ঘটনা। কে বা কারা এ আগুন ধরিয়ে দিয়েছে। এটি অত্যন্ত জঘন্য কাজ। তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
এবিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃমোতাছেম বিল্লাহ বলেন,আগুন লেগে দোকানপাটসহ বাড়ী পুড়েছে শুনেছি ক্ষতিগ্রস্তদের কে সহায়তা প্রদান করা হবে।