পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায়ী সম্মাননা প্রদান করেছে সাঁথিয়া প্রেসক্লাব।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা হলরুমে প্রেস ক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানার সভাপতিত্বে ও সাংবাদিক উজ্জ্বল হোসেনের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌরমেয়র মিরাজুল ইসলাম প্রাং, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রায়হান, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক খান, সাংবাদিক আবুল কাশেম, রতন দাস, নাজমুল বারী নাহিদ প্রমুখ।
পরে বিদায়ী নির্বাহী অফিসারকে সম্মাননা প্রদান করেন প্রেস ক্লাব সদস্যরা।