
পাবনা প্রতিনিধি >>
বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতি (বাজুস), পাবনা চাটমোহর উপজেলা শাখা’র বাৎসরিক বনভোজন আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার চলনবিলের গুরুদাসপুর উপজেলা’র বিলশা স্বর্ণদ্বীপ পিকনিক স্পটে অনুষ্ঠিত হয়েছে। বাজুস চাটমোহর উপজেলা শাখা’র সভাপতি সন্দ্বীপ কর্মকার ও সাধারণ সম্পাদক উত্তম কর্মকার পলানের নেতৃত্বে সমিতির অন্ত:ত ৯৫ জন সদস্য বনভোজনে অংশগ্রহণ করেন।
চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কেএম বেলাল হোসেন স্বপন, সহ-সভাপতি শেখ মো: জিয়ারুল হক সিন্টু এবং সাধারণ সম্পাদক মো: আব্দুল মুতালিব আমন্ত্রিত অতিথি হিসেবে বনভোজনে অংশগ্রহণ করেন।
এদিন সকাল ৯ টায় বড়ালনদী’র নূরনগর ঘাট থেকে সু সজ্জিত দু’টি নৌকাযোগে রওনা হয় বনভোজনকারীরা। প্রসিদ্ধ রন্ধন শিল্পী হৃদয় দাসের হাতে তৈরী ইলিশ ভাজা দিয়ে ভূনা খিচুরী, বেলা ১২টায় চানাচুর মুড়ির সাথে লাল চা, সাউন্ড সিষ্টেমের সাথে কার্ড খেলা। এক কথায় ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দুপুর ২টার দিকে নৌকা দু’টি বিলশা স্বর্ণদ্বীপ পিকনিক স্পটে পৌঁছে।
চলনবিলের বিশাল জলরাশি বেষ্টিত বিলশা স্পটের বিভিন্ন পয়েন্ট এবং ডুবো সড়কে হাঁটাহাটি, বিল এবং বৃষ্টির পানিতে অবগাহন শেষে দুপুরে বুটের ডাল, মুরগির রোস্ট, খাশি’র মাংস, সাদা ভাত, দই, সফট ড্রিংস সহযোগে ভোজন বিলাশ এবং পান-টান শেষে বিকেল সাড়ে ৫টায় বাড়ির টানে যাত্রা শুরু করে রাত ৮টায় পুন:রায় নূরনগর ঘাট ফিরে বনভোজনের পরিসমাপ্তি ঘটে।