মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ ১৬ আগস্ট শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে তাদের বালুবাড়ী প্রধান কার্যালয় মিলনায়তনে দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য, জয়িতা, সামাজিক নেতা, উদ্যোক্তা, ইয়ূথ নেতা, জীবনমান উন্নয়নকারী কমিউনিটি ভিত্তিক নারী নেতাদের সাথে মতবিনিময় করেছেন।
পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামিম আরা বেগম এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লীশ্রী’র ম্যানেজার সামসুন নাহর ও মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম। পল্লীশ্রী’র চলমান কার্যক্রম তুলে ধরে তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামিম আরা বেগম। জীবনের সফলতা এবং চ্যালেঞ্জকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ের নারীরা তাদের অভিজ্ঞতার গল্প শোনালেন নারী জয়িতা ধরিত্রী রায়, আলফা টুডু, ইউপি সদস্যা রেহেনা বেগম, চেঞ্জ মেকার মোমেজা বেগম, ইয়ুথ লিডার হিমু রায়, ছাত্রী নওশিন, উদ্যোক্তা ফারহাদিবা। তারা সবাই বলেছে, সমাজে এবং পরিবারের সদস্যদের কাছে এক সময় আমাদের মূল্যায়ন হতো না। পল্লীশ্রী আমাদের নতুন করে ঘুরে দাঁড়াতে শিখিয়েছে।
তাদের গল্প শুনে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘নারী নেতারা এক একজন হারিকেন। তারা নিজে আলোকিত হয়ে এলাকার-সমাজের সকল নারীদের আলোকিত করে যাচ্ছে। আপনাদের সকল ভালো কাজের পাশে জেলা প্রশাসন থাকবে। এসময় পল্লীশ্রী’র এইচ.আর ইনচার্জ শামীমা পপি, প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল, প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হক নীপা, প্রোগ্রাম অফিসার শাহেজাদী শিরিনসহ পল্লীশ্রী’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।