আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় মাস লকডাউনে থাকা পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি ঢাকা ক্লাব লন্ডন (ইউকে) পঞ্চগড়ের কৃতিত্ব সংগীত শিল্পী টিকে তারিক পরিচালনায় ব্যক্তিগত উদ্যোগে এবং সার্বিক তত্ত্বাবধানে পঞ্চগড় বন্ধু মহল সংঘ প্রায় ৫০টি শিল্পী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ।
শুক্রবার বিকেলে থেকে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে কার্যক্রম চলে।এদিকে সংগীত শিল্পী টিকে তারিক ঢাকায় অবস্থান করায় মুঠোফোনে তিনি বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা পঞ্চগড় অনেক শিল্পী মানবেতর জীবন যাপন করছে।দেশের এই ক্রান্তিলগ্নে আমার ব্যক্তিগত উদ্যোগে এবং ঢাকা ক্লাব লন্ডন (ইউকে) সার্বিক সহযোগিতায় তাদের পাশে দাঁড়াতে চাই।ঈদ উপহার বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,ভোজ্য তেল, লবণ, সাবান, চিনি, সেমাই , পোলাওর চাল ও শাক-সবজি।
এসময় শিল্পীদের মাঝে ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান,পঞ্চগড় বন্ধু মহল সংঘ সাধারণ সম্পাদক ইভেন, আবুল বাসার প্রমুখ।