
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড় বোদা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার সমশের নগর এলাকার মো. ইসমাইল হোসেন। বোদা উপজেলা রিপোর্টাস ক্লাবে শুক্রবার সকাল ১১টার সময় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, নিজ পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগে ওই এলাকার আব্দুল হামিদের পুত্র রহিদুল করিম, তার ছেলে ফিরোজ আলী ও অপু সরকার সহ তাদের পরিবারের অন্যান্য সদস্যদের আইনগত শাস্তির দাবি করেন। একই সঙ্গে মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের প্রতি ন্যায় বিচার দাবি করেন। এদিকে সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেনসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসমাইল হোসেন আরও বলেন, আমার নিজ পৈত্রিক জমা জমি রহিদুল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা গত ২৩ মার্চ সোমবার বিকালে আমার নিজ দখলীয় জমি দখলের চেষ্টা ও বাড়ি- ঘর ভাংচুর করে ।পরবর্তীতে আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের হয়রানির জন্য রহিদুলের বোন মফিজা খাতুন, সবিজা খাতুন ও রোজিনা খাতুন তাদেরকে নিয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।এরপর আমাকেসহ প্রায় ২৫ জনকে আসামি করে ঘটনাকে মিথ্যা সাজিয়ে বোদা থানায় মামলা দায়ের করে। মামলা দায়ের করার আগে জখমী ব্যক্তিদের সুস্থ অবস্থায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তাদের জখম করার বিষয়টি দেখেছেন অটোচালক বিল্লু। রহিদুল অটোচালককে হুমকি প্রদান করে বিষয়টি চেপে যাওয়ার জন্য। পরবর্তীতে আমাদের নামে মামলা হলে পুলিশ একজনকে গ্রেফতার করলে অটোচালক সত্য উম্মোচনে স্বাক্ষী দেওয়ার জন্য আদালতে উপস্থিত হন। আটককৃতকে আদালত জামিন দেন। এ অবস্থায় পরিবার নিয়ে আমার জীবনযাপন দূর্বিষহ হয়ে উঠেছে। তাদের অন্যায়- অত্যাচারে আমরা নিরূপায় হয়ে পড়েছি। প্রতিপক্ষ রহিদুল আমাদের ওপর নতুন করে পরিকল্পিত হামলার জন্য বাসার আশেপাশে অবস্থান করছে। সংবাদ সম্মেলনে তিনি পরিবার ও জীবনের নিরাপত্তা এবং মিথ্যা মামলার হয়রানি থেকে পরিত্রাণ চেয়ে প্রশাসনের ন্যায় বিচারের হস্তক্ষেপ কামনা করেন।