
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মি’থ্যা মামলা দায়ের এর প্রতিবাদে দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করেছে বাজার বণিক সমিতির সদস্যরা।
শনিবার(১৯ মার্চ) দুপুরে সড়ক অবরোধ করলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আমিরুল ইসলামের আশ্বাসে সড়ক অ’বরোধ প্রত্যাহার করেন। এসময় এক ঘন্টা সড়ক অ’বরুদ্ধ ছিল।
জানা যায়, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া গ্রামের জরিনা বেগমের দোকান ঘর ভাড়া নেয় টুনিরহাট বাজারের ব্যবসায়ী ইউসুফ আলী। ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। দীর্ঘদিন ধরে ভাড়া না দিয়ে দোকান ঘরটি নিজের বলে দাবি করে। এদিকে ঘর ফেরত চেয়ে টুনিরহাট বাজার বণিক সমিতিতে গত ১৪ ফেব্রুয়ারি একটি আবেদন করেন জরিনা বেগম। বণিক সমিতির সভাপতিসহ প্রতিনিধিরা ইউসুফ আলীকে ঘর মালিককে ভাড়া নেওয়া ঘরটি ফেরত দেয়ার জন্য বলে। ভাড়াটিয়া ইউসুফ আলী আজ দিব, কাল দিবো বলে কালক্ষেপন করতে থাকে। এ অবস্থায় দোকান মালিকে তার ঘর ফেরত না দিয়ে গত ৮ মার্চ টুনিরহাট বাজারে ইউসুফ আলীর প্রধানের মডার্ণ কসমেটিক্স ও মনিহারী গালামালের দোকানে ৩ লক্ষ টাকা চাঁ’দাবাজির অভিযোগ করে সদর উপজেলার বিজ্ঞ আমলী আদালত-১ এ টুনিরহাট বাজারের ব্যবসায়ী জাবের আলী (৪২) হারুন (৩৫) মকছেদ আলী (৪০) বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা (৩৮) ক্রীড়া সম্পাদক পরিতোষ (৩৮) সভাপতি আবেদ আলীর(৫৫) নাম উল্লেখ করে একটি চাঁ’দাবাজির মামলা দায়ের করে।