আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে পাথরবাহী ট্রাক্টরের ধাক্কায় রফিজ উদ্দীন আতিয়া (৮৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে।নিহত রফিজ সদর উপজেলার শুরিভিটা এলাকার মৃত- খশির উদ্দীনের ছেলে।
রবিবার ( ১১ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, রফিজ বাইসাইকেলযোগে কাজীপাড়া এলাকায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন । কাজিপাড়া এলাকায় পৌঁছালে একটি পাথরবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.জামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাক্টরটিও আটক করা হয়েছে।