crimepatrol24
১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:১৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

পঞ্চগড়ে সুবিধাবঞ্চিত নারীদের ঋণ বিতরণে অনিয়ম,সমিতির অর্থ ভাগ বাটোয়ারা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৩, ২০২০ ৩:১৫ অপরাহ্ণ


আল মাসুদ , পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে নেওয়া সরকারি একটি প্রকল্পের ঋণের টাকা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 

অনুসন্ধানে জানা গেছে, দারিদ্র্য সীমার মধ্যে থাকা সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ওই ঋণের টাকা বিতরণের কথা থাকলেও তাদের খুব কম সংখ্যকই তা পেয়েছেন। ঋণ পেয়েছেন আমলাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যাম সুন্দর রায়ের স্ত্রী রঞ্জিতা রানী।তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম।কালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রফুল্য কুমার রায়ের স্ত্রী পুষ্প রানী এরকম অনেক বিত্তবানরা। এই ঋণের বিষয়ে ওই এলাকার অধিকাংশ সুবিধাবঞ্চিত নারীরা কিছুই জানেন না। 
অভিযোগ রয়েছে, উপকারভোগীরা সমিতির নামে ২৫ শত,কারো বেশি  টাকা সঞ্চয় জমা করলে মোট ২ লক্ষ ৪০ হাজার টাকা সমিতি থেকে লোপাট হয়ে যায়। সেই টাকার কোন হিসাব দিতে পারছেনা সমিতির সভাপতি মঞ্জুয়ারা বেগম। পরে উপজেলা সমবায় কর্মকর্তা  মুক্তারানী ও মঞ্জুয়ারাকে ১ লক্ষ ৮০ হাজার টাকা জমির বর্গাচাষ বাবদ কেটে দেওয়া হলেও দেড় বছরেও সমিতি লাভের কোন মুখ দেখেনি। সমিতির অর্থ আত্নসাতের অভিযোগ করেছেন সদস্যরা। বার্ষিক অডিট রিপোর্টে ও টাকা হরিলুটের বিষয়টি উল্লেখ করেন নাই অডিট কর্মকর্তা। নারী উন্নয়ন সমিতির কথা উল্লেখ থাকলে ও নারীরা কিছুই জানেন না, কাজ করছেন পুরুষরা। ঋণ পেতে খরচ হচ্ছে ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। 
জানা গেছে, ২০১৬ সালের জুলাই  মাসে সমবায় অধিদপ্তর ‘উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন’ নামে এ প্রকল্প হাতে নেয়। দারিদ্র্যসীমার মধ্যে অবস্থানকারী দেশের ৫০টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। তার মধ্যে ছিল পঞ্চগড় সদর ,বোদা ও দেবীগঞ্জ উপজেলা। পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ও হাফিজাবাদ  ইউনিয়নে এই প্রকল্প এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। প্রকল্পের অধীনে মোট ২০০ জন সুবিধাবঞ্চিত নারীর গাভী পালনের জন্য ১ লাখ ২০ হাজার টাকা  ২৫ জন করে পাওয়ার কথা চার ধাপে। সেই টাকায় প্রত্যেকে দু’টি করে গরু কিনবেন। ঋণ প্রাপ্তির পরবর্তী এক বছর শেষে ২ শতাংশ হারে সুদে উপকারভোগীরা কিস্তির মাধ্যমে তা পরিশোধ করবেন। 
ইতোমধ্যে হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ী সমন্বিত ফসল ব্যবস্থাপনা কৃষক সমবায় সমিতির নাম পরিবর্তন করে জিয়াবাড়ী কর্মমূখী নারী উন্নয়ন সমবায় সমিতির  নামে তালিকাভুক্ত ৭৫ জন উপকারভোগী ঋণ পেয়েছেন। এতে চাকুরীজীবীর স্ত্রীসহ বিত্তবানরাও বাদ পড়েনি। যারা আগে থেকে সদস্য তারাই এই ঋণ পেয়েছেন। মাগুড়া ইউনিয়নের সবুজ বাংলা আদর্শ নারী উন্নয়ন সমবায় সমিতিতে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ঋণ বিতরণ হলেও তৃতীয় ধাপের উপকারভোগীদের ঋণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। ওই সমিতির কিছু সদস্য গাভী না কিনলে চতুর্থ ধাপের ২৫ জনের ঋণ হাফিজাবাদ এলাকার খালপাড়ায় সমিতি করে উপকার ভোগীদের ঋণ দেওয়ার বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকল্পের শর্ত অনুযায়ী যেসব নারীর সামান্য জমি আছে (দারিদ্র্যসীমার মধ্যে অবস্থানকারী) যেখানে গরুর গোয়ালঘর ও ঘাস চাষ করা সম্ভব এমন নারীরা এই ঋণ পাবেন। কিন্তু খুব কম সংখ্যক সুবিধাবঞ্চিত নারীই এই ঋণ পেয়েছেন। প্রথম ও দ্বিতীয় ধাপের ৫০ জন ঋণ গ্রহীতার ৩০ জনই কালেশ্বর গ্রামের। আর এই প্রকল্পের আওতাধীন গ্রামগুলোর বেশিরভাগ সাধারণ মানুষই এই ঋণ সম্পর্কে কিছুই জানেন না। 

জানা গেছে,উপজেলা সমবায় কর্মকর্তা মামুন কবীর দীর্ঘ দিন ধরে পঞ্চগড় সদর উপজেলায় চাকুরী করায় মানুষের সাথে ভাল সম্পর্ক হওয়ায় সমবায় কার্যালয় থেকে রেজিস্ট্রেশন নেওয়া সমিতিগুলো ঋণ কার্যক্রম (দাদন ব্যবসা) চালিয়ে যাচ্ছে। কোন সমিতির বিষয়ে কোন পদক্ষেপ নাই। পঞ্চগড় সদর উপজেলা সমবায় কর্মকর্তা মামুন কবীর বলেন, ওই সমিতির সদস্য হলে ঋণ পাওয়ার যোগ্য। সভাপতি সমিতির টাকা আত্মসাত ও টাকার বিনিময়ে ঋণ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় কোন পদক্ষেপ নিতে পারেন নি বলে জানান।
 এ সম্পর্কে জেলা সমবায় কর্মকর্তা হোসেন শহীদ জানান, অনিয়মের বিষয়ে সুনিদিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জান্নাতে যাওয়ার কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল

ডোমারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ঝিনাইদহে মিনি পতিতালয় ও মাদকের গডফাদার রোকেয়ার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে এলাকাবাসীর লিখিত অভিযোগ

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ ব্যবসায়ী গ্রে’ফতার

ভারত থেকে অবৈধপথে দেশে আসা ৩ জনের শরীরে করোনা শনাক্ত, অতপর পালানোর চেষ্টা!

ভারত থেকে অবৈধপথে দেশে আসা ৩ জনের শরীরে করোনা শনাক্ত, অতপর পালানোর চেষ্টা!

পাবনায় অফিসের মধ্যে গলায় ফাঁস নিয়ে ঝাড়ুদারের আত্মহত্যা

দেশ ও সমাজ থেকে যে কোনো মূল্যে দুর্নীতি দূর করতে হবে: রাষ্ট্রপতি

খুলনায় সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসকের উদ্যোগ

খুলনায় সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসকের উদ্যোগ

মধুপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা