
আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) পঞ্চগড় জেলা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বেদী চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়ার মাধ্যমে যথাযথ মর্যযাদায় দিবসটি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক, সাবিনা ইয়াসমিন,পুলিশ সুুুুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আনোয়ার সাদাত সম্রাট এবং বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণসহ গণ্যমান্য ব্যিক্তিবর্গ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আলমগীর রহমান এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।