![](https://crimepatrol24.com/wp-content/uploads/received_2587023341614462.jpeg)
মো: বাবুল নেত্রকোনা থেকে: নেত্রকোনা জেলায় আজ রোববার বিকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে সমবায়ীদের মাঝে প্রায় ১ হাজার চারা বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধ, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং ভিটামিন সি এর চাহিদা মিটানোর জন্য সমবায়ীদের মাঝে মাল্টা,কাগজি লেবু ও কলম্বো লেবুর চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নেত্রকোনা উপজেলা কার্যালয়ের সামনে চারা বিতরণ ও উদ্বোধন করেন, জেলা প্রশাসক মঈন-উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা উপজেলার নির্বাহী অফিসার মাসুদা আক্তার, বিআরডিবির উপ-পরিচালক মো: জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট মো: রেজাউল ইসলাম প্রমুখ।